ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এমন কোনো শক্তি নেই যা এই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যে সময়সীমা ঘোষণা করেছেন, সে অনুযায়ীই নির্বাচন হবে।
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানও এরই মধ্যে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, "এই বর্ষা মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। আপনারা নির্বাচনের মহোৎসব দেখতে পাবেন।"





