বাংলাদেশের নির্বাচনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর এই আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। এ উদ্দেশ্যে সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। তিনি আরও জানান, গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য ইইউ সব ধরনের সহায়তা করবে।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল সরকার

মাইকেল মিলার জোর দিয়ে বলেন, “ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলাতেও সহযোগিতা করবে ইইউ।”

এর আগে সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আরও পড়ুন: সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে পদক পাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা