স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে অধ্যাদেশ জারি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৩৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।

সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয়। পরে মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদ এটা অনুমোদন করে। পরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতিতে গেজেট প্রকাশ করা হয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করে। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও একই সুপারিশ করেছিল।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলের বাইরেও যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হবেন।