রোহিঙ্গা সংকট সমাধানে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপের প্রস্তাব এপিএইচআরের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এপিএইচআরের একটি প্রতিনিধি দল এই প্রস্তাব প্রদান করে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ল, ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড

মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও এপিএইচআর-এর সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, “দুইটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে নিতে হবে। একটি হলো রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন তহবিল সংগ্রহ, এবং অপরটি আসিয়ান-বাংলাদেশ-চীন যৌথ রাজনৈতিক শীর্ষ সম্মেলন আয়োজন।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। আসিয়ানের সদস্য না হওয়ায় আমরা সরাসরি ইস্যুটি তুলতে পারি না। তবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকট আজ আমাদের কাঁধে এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত এমন একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করা, যেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো যায়, যাতে আমরা রোহিঙ্গা ইস্যুতে সরাসরি কথা বলতে পারি।”

আরও পড়ুন: গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দিল্লিতে বসছে বাংলাদেশ-ভারত বৈঠক

চার্লস সান্তিয়াগো আরও জানান, “২০১৮ সালে আসিয়ানের সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে গত দুই-তিন বছর আসিয়ান বিষয়টি নিয়ে অনেকটাই নীরব ছিল। তখন আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ করছিলাম। তবে এখন সময় এসেছে রোহিঙ্গা সমস্যাকে আবারও আসিয়ানের মূল ইস্যু হিসেবে তুলে ধরার।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদের সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।