গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দিল্লিতে বসছে বাংলাদেশ-ভারত বৈঠক

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়নে দুই দেশই সম্মত হয়েছে। এ লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বৈঠকে বসবে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।
জেআরসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঢাকার পক্ষ থেকে সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল দিল্লি সফরে যাবে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন।
আরও পড়ুন: গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে চুক্তি হয়নি। তিস্তা ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে।
১৯৯৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চুক্তি সই করেন। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। গত বছর থেকে দুই দেশ কারিগরি পর্যায়ে চুক্তি নবায়নের আলোচনা চালিয়ে আসছে।
আরও পড়ুন: স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন গঙ্গার পানি ভাগাভাগি করে দুই দেশ। কারিগরি পর্যায়ের প্রতিবেদন বলছে, ভাগাভাগি নিয়ম অনুযায়ী হচ্ছে। তবে সম্প্রতি বাংলাদেশ গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে এবং ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ঢাকা ও দিল্লির কর্মকর্তাদের আশা, আসন্ন বৈঠকে চুক্তি নবায়ন সংক্রান্ত প্রস্তুতি আরও এগিয়ে যাবে।