১০ মিনিটও মাঠে থাকলেন না মেসি, ভাঙচুর চালালেন কলকাতার ক্ষুব্ধ সমর্থকরা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মাত্র কয়েক মিনিট উপস্থিত থাকার পরই মাঠ ছাড়েন আর্জেন্টাইন সুপারস্টার। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজারো দর্শক, শুরু হয় ভাঙচুর ও বিশৃঙ্খলা।

শুক্রবার (তারিখ) মধ্যরাতে ভারতে পৌঁছান লিওনেল মেসি। কলকাতার হায়াট রিজেন্সিতে অবস্থান শেষে সকালে তাকে ঘিরে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ, ভার্চুয়ালি ভাস্কর্য উন্মোচনসহ নানা আয়োজন থাকলেও সাধারণ দর্শকদের সামনে সরাসরি দেখা দেননি মেসি।

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ, সিরিজ জয় পাকিস্তানের

বেলা সাড়ে ১১টার দিকে যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছান মেসি। সেখানে মোহনবাগান অল স্টার্স ও ডায়মন্ড হার্বার অল স্টার্সের প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। তবে মাঠে নামার পরই নিরাপত্তাহীনতা ও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামে প্রবেশের পর মেসিকে ঘিরে ধরে বিপুলসংখ্যক অতিথি ও কর্মকর্তারা। ছবি তোলার হুড়োহুড়িতে স্বাভাবিকভাবে চলাচল করতেও সমস্যায় পড়েন তিনি। দর্শকরা গ্যালারি কিংবা জায়ান্ট স্ক্রিনেও তাকে স্পষ্টভাবে দেখতে পাননি।

আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টা হওয়ায় আসিফ নজরুলকে অভিনন্দন জানাল বিসিবি

পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আয়োজক কর্তৃপক্ষ মাইকিং করলেও তাতে কোনো সুফল মেলেনি। শেষ পর্যন্ত মাত্র ১০ মিনিটের মতো সময় মাঠে থাকার পর মেসিকে নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। অভিযোগ ওঠে, ১৫ হাজার রুপি পর্যন্ত টিকিট কেটে এসেও তারা প্রিয় তারকাকে দেখার সুযোগ পাননি। উত্তেজিত দর্শকরা গ্যালারির হোর্ডিং ও চেয়ার ভাঙচুর করেন, মাঠে বোতল নিক্ষেপ করেন এবং একপর্যায়ে ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে দর্শকদের মাঠ থেকে সরিয়ে দেয়। তবে কয়েক মিনিট পর আবারও বিশৃঙ্খলা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এই আয়োজনকে ‘চরম অব্যবস্থাপনা’ ও ‘সমর্থকদের প্রতি অপমান’ বলে মন্তব্য করছেন।

শুরু থেকেই বিতর্কে জড়ানো এই সফরের বাকি কর্মসূচি ঘিরে এখন বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর নয়াদিল্লি সফর শেষে ভারত ছাড়ার কথা রয়েছে লিওনেল মেসির।