দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তাকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়মতো অবতরণ করেছে।
মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণের জন্য ওসমান হাদিকে দেখার সুযোগ থাকবে। ইনকিলাব মঞ্চ জানায়, বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে জনতা সুশৃঙ্খলভাবে অবস্থান নেবে এবং শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাবে।
আরও পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন, ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর প্রস্তুতি
শহীদ ওসমান হাদি ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় তিনি মারা যান।
তার মৃত্যুতে শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও শোক পালিত হয়েছে।
আরও পড়ুন: ওসমান হাদির জানাজা শনিবার সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে





