তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ঢাকা–১৮ বিএনপির শোকরানা দোয়া ও প্রস্তুতি সভা

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষ্যে শোকরানা দোয়া, প্রস্তুতি সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা আজমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঐক্যবদ্ধ ঢাকা–১৮ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু ও মোতালেব হোসেন রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন।

আরও পড়ুন: সড়ক ছেড়ে দিলেন জুলাই ঐক্যের কর্মীরা, যান চলাচল স্বাভাবিক

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার বিকল্প নেই।” তিনি নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

কর্মসূচি শেষে একটি সংক্ষিপ্ত র‍্যালী অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।