রূপগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৯ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে গোলাকান্দাইল তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে তিনি এ মত বিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

আরও পড়ুন: গাবতলীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন,মাই টিভির মকবুল হোসেন ,বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, যুগান্তরের এহাই মিলন, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, জিটিভির আশিকুর রহমান হান্নান, এশিয়ান টেলিভিশনের শহীদুল্লাহ গাজী, গ্রীন টেলিভিশনের সাইফুল ইসলাম, নাগরিক টেলিভিশনের মাহবুব প্রিয়, নিউজ টোয়েন্টি ফোরের আলম হোসেন, ফাগুনী টিবির নিউজের মোমেন মিয়া,দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এনটিভির শাকিল আহমেদ,বাংলাবাজার পত্রিকার শ্রী দিপু চন্দ্র গোপসহ আরো অনেকে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সরকারের কাছ থেকে সর্বোচ্চ বাজেট নিয়ে আপনাদের নিয়ে আমি রূপগঞ্জটাকে সাজাতে চাই। সমাজের নানা সমস্যা, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি অনিয়মসহ নানা বিষয় আপনারা তুলে ধরবেন। বিশেষ করে, মাদক, সন্ত্রাস, অস্ত্রবাজ, চাঁদাবাজসহ অপরাধ মুক্ত রূপগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সত্য ঘটনা লিখতে গিয়ে যদি কোন প্রকার বাধার সম্মুখীন হন আমরা দল থেকে আপনাদের পাশে থাকব।

আরও পড়ুন: বর্ণিল আলোকসজ্জায় ঝলমল জাতীয় স্মৃতিসৌধ