সংবাদ সম্মেলনে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বুধবার বিকালে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা সজীব ভুইয়া।
সচিবালয়ের সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মচারীরা কাজ করেছেন। অনেক ফাইল উপদেষ্টার বাসায় নিয়ে গেছে নিস পত্তির জন্য।
আরও পড়ুন: অজ্ঞাতনামা লাশ হেফাজতে মৃত্যু আর মবে দেশজুড়ে মানবাধিকারের নাজুক পরিস্থিতি
সম্প্রতি আসিফ মাহমুদ কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন, এবং প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদত্যাগ করবেন কি না—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বুধবারের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারেন।





