ঢাকায় তীব্র শীত জেঁকে বসেছে, তাপমাত্রা নেমে ১৫.৫ ডিগ্রি
ছবিঃ সংগৃহীত
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা হঠাৎই বেড়ে গেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী থাকলেও শুক্রবার সকালে তা আরও কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। দুপুর পর্যন্ত রাজধানীর আকাশে উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি: রয়টার্স
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৩ মিনিটে।





