বিপুল পরিমাণ ঘুষ: চীনে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনে দুর্নীতিবিরোধী অভিযানের আলোচিত মামলাগুলোর একটি—রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান হুয়ারং ইন্টারন্যাশনালের সাবেক জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুই-এর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিয়ানজিন আদালত সর্বোচ্চ আদালতের অনুমোদন শেষে তার শাস্তি কার্যকর করে।

আরও পড়ুন: মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

বিচার ও তদন্তে প্রমাণিত হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বিভিন্ন প্রকল্প অনুমোদন, কর্পোরেট ঋণ সুবিধা ও ব্যবসায়িক প্রভাব খাটানোর বিনিময়ে প্রায় ১.১০৮ বিলিয়ন ইউয়ান ঘুষ গ্রহণ করেছিলেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি। আদালত এই অর্থকে “অসাধারণভাবে বিশাল” এবং “রাষ্ট্রের আর্থিক নিরাপত্তার জন্য বিপজ্জনক” হিসেবে উল্লেখ করেছে।

এর আগে ২০২৪ সালের মে মাসে তিয়ানজিন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। তিনি আপিল করলেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উচ্চ আদালত আপিল খারিজ করে মূল রায় বহাল রাখে। সর্বশেষ সর্বোচ্চ আদালতের অনুমোদনের পর আজ তার শাস্তি কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০

চীনে উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এমন কঠোর দণ্ড বিরল হলেও, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির দুর্নীতিবিরোধী অভিযানের দৃঢ়তার প্রতীক হিসেবে রায়টি গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় খাতে জবাবদিহি নিশ্চিত করতে এবং আর্থিক খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে চীন “শূন্য সহনশীলতা” নীতি অনুসরণ করছে। এই ঘটনায় স্পষ্ট হয়েছে—চীনে ক্ষমতা, প্রভাব বা পদমর্যাদা যাই হোক, দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় নেই।