কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে: কৃষি উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাজারে কারসাজি করে পেঁয়াজের দাম বৃদ্ধি করা হয়েছে, যা কৃষক এবং ভোক্তাদের জন্য ক্ষতিকর।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি বিষয়ক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার পেছনে একটি অসাধু চক্র রয়েছে। বাজারে পেঁয়াজ পর্যাপ্ত আছে, তবে দামের উপর যোগসাজশের কারণে সমস্যা তৈরি হচ্ছে।"

আরও পড়ুন: আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

পেঁয়াজ আমদানির বিষয়ে উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার সীমিত আকারে আমদানির অনুমতি দিয়েছে। তিনি আরও বলেন, "পেঁয়াজের দাম ৭০ টাকার মধ্যে থাকলে সবার জন্য ভালো হবে। ব্যবসায়ীদের কারসাজি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে এবং কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা থাকলে চাকরি থাকবে না।"

কৃষি মন্ত্রণালয় জানায়, রোববার থেকে প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে।

আরও পড়ুন: আসিফ ও মাহফুজের মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাচ্ছেন

উপদেষ্টা আরও জানান, সবজির দাম মোটামুটি সহনীয় অবস্থায় রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে দাম আরও কমতে পারে। তবে কৃষকের ক্ষতি যাতে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।