স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই জেনারেটেড অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে এটি তার কণ্ঠ নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয় বরং একটি কৃত্রিমভাবে বিকৃত কণ্ঠ।
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক দলের মাতবরি থাকবে না: নুর
‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের ওই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাত এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়।
এ ধরনের ভুয়া কনটেন্ট জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী বলে জানায় মন্ত্রণালয়। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক করে জানানো হয়েছে, ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।