ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন।
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক দলের মাতবরি থাকবে না: নুর
ড. ইউনূস দৃঢ়তার সাথে বলেন, "নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।" তিনি আরও যোগ করেন যে এর জন্য যা যা করণীয়, সরকার "সাধ্য অনুযায়ী সব কিছু করবে।" তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনের সময়সূচি বা পরিবেশ নিয়ে "এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।"
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন। সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া।" তিনি ইঙ্গিত দেন যে, সরকার স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আরও পড়ুন: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
এই বৈঠকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিলেন এবং প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়ার প্রতিশ্রুতি সেই দাবিকে এক প্রকার নিশ্চিত করল।