ডাকসু ভবনে এসি স্থাপন নিয়ে বিতর্ক: নিয়ম মেনেই হয়েছে অনুমোদন দাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে নিয়মবহির্ভূতভাবে ৯টি এয়ার কন্ডিশনার (এসি) স্থাপনের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দাবি করেছেন, পুরো প্রক্রিয়াটিই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, “প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে মূল্যায়ন, ফাইন্যান্স শাখা থেকে বাজেট যাচাই ও বরাদ্দ, এরপর ট্রেজারারের দপ্তর হয়ে আমার দপ্তরে প্রস্তাব আসে। প্রতিটি ধাপই নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। এখানে কোনো অনিয়ম বা নিয়মভঙ্গের সুযোগ নেই।”
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে পুলিশের ব্যারিকেড
তিনি আরও বলেন, “আমি চাই ডাকসু ভবনটি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত হাবে পরিণত হোক—যেখানে তারা নিয়মিত আসবে, মতবিনিময় করবে ও অংশগ্রহণমূলক কার্যক্রম চালাবে।”
ডাকসুর উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, “আজ আমি আছি, কাল অন্য কেউ আসবে; কিন্তু ডাকসু থাকবে চিরকাল। ছাত্রদের অধিকার ও নেতৃত্ব বিকাশের স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে আমি এটিকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে চাই।”
আরও পড়ুন: রাজধানীতে ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল, দাবি করছেন আজীবন ভাতা
এদিকে এসি স্থাপন নিয়ে চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। কোনো ধরনের চাপ প্রয়োগ বা অনৈতিক প্রভাব খাটানো হয়নি।”
সম্প্রতি প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে ডাকসু ভবনে ৯টি এসি স্থাপনের সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়। কোষাধ্যক্ষ নিয়মভঙ্গের অভিযোগ তুললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মসিদ্ধ।