পুলিশের ওপর হামলা করে অস্ত্র ও আসামি ছিনতাই, গ্রেপ্তার ১

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পুলিশের ওপর হামলা করে অস্ত্র-ওয়াকিটকি ও আসামি ছিনতাইয়ের ঘটনায় সোনাগাজী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম যৌথ অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছিনতাই হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এর আগে একইদিন ভোর ৫টা ৩০ মিনিটের সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামের মৃত আবুল হাশেমের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

পুলিশ জানায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি লুট করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেনসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ ঘণ্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। তার কাছে থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।