সেরা ২৫ নির্মাতাকে সোনার আংটি দিবে ইনস্টাগ্রাম

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতাদের সম্মান জানাতে চালু করেছে নতুন একটি পুরস্কার, যার নাম ‘রিংস’। সোমবার প্রতিষ্ঠানটি জানায়, নির্বাচিত ২৫ জন নির্মাতাকে দেওয়া হবে একটি করে সোনার আংটি এবং তাদের প্রোফাইলে যুক্ত হবে একটি বিশেষ ব্যাজ। তবে এই পুরস্কারের সঙ্গে কোনো নগদ অর্থ থাকছে না।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীদের নির্বাচন করবেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি, চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি, ফ্যাশন ডিজাইনার মার্ক জেকবস এবং টেক ইউটিউবার মার্কেস ব্রাউনলি।

আরও পড়ুন: ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে মেটা

ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নির্মাতা কনটেন্ট তৈরিতে পরিশ্রম, সৃজনশীলতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা প্রদর্শন করেছেন, তারাই এই সম্মানের জন্য বিবেচিত হবেন।

‘রিংস’ পুরস্কার বিজয়ীরা কিছু বিশেষ ডিজিটাল সুবিধাও পাবেন। তারা নিজেদের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করতে পারবেন এবং ‘লাইক’ বাটন কাস্টমাইজ করার সুযোগও পাবেন। তবে প্রশ্ন উঠেছে—বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠান মেটা কেন নগদ পুরস্কারের পরিবর্তে অলঙ্কার ও ডিজিটাল সুবিধার মাধ্যমে নির্মাতাদের সম্মান জানাচ্ছে।

আরও পড়ুন: কাগজে নয়, মানুষ গুগলে খোঁজে আপনার নাম

উল্লেখ্য, ২০২৩ সালে মেটা ‘রিলস প্লে’ নামের নির্মাতাদের বোনাস প্রোগ্রাম বন্ধ করে দেয়, যা ছিল বহু কনটেন্ট নির্মাতার প্রধান আয়ের উৎস। ফলে অনেক নির্মাতা অভিযোগ করেন, ওই অর্থ বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা চালাতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

এ প্রসঙ্গে ইউটিউবার মার্কেস ব্রাউনলি বলেন, রিংস পুরস্কার কেবল ফলোয়ার নয়, বরং নির্মাতার কনটেন্টে শ্রম, মনোযোগ এবং প্রভাবের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এটি নির্মাতাদের আরও ভালো কনটেন্ট তৈরিতে অনুপ্রেরণা দেবে।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী ইউটিউব ও টিকটক কনটেন্ট নির্মাতাদের সরাসরি অর্থ প্রদান করে থাকে। ইউটিউব জানিয়েছে, গত চার বছরে তারা নির্মাতাদের ১০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ প্রদান করেছে।