পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭১১

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৭ জন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য জানান।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে এক হাজার ৭১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও দুটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।