বিসিবির দায়িত্ব বণ্টন সম্পন্ন

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে নতুন অভিভাবক পেয়েছে দেশের ক্রিকেট। নতুন কমিটির প্রথম সভায় দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় সভাপতির নেতৃত্বে পরিচালকদের মাঝে বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়।
নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের অধীনে রেখেছেন একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। এদিন ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পান নাজমুল আবেদীন ফাহিম, আর হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব পান খালেদ মাসুদ পাইলট।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন:
ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদীন ফাহিম, বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি), ফাইন্যান্স কমিটি: নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান), হাই পারফরম্যান্স: খালেদ মাসুদ পাইলট, আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু, ডিসিপ্লিনারি কমিটি: ফাইজুর রহমান মিতু, গেম ডেভেলপমেন্ট: ইশতিয়াক সাদিক, টুর্নামেন্ট কমিটি: আহসান ইকবাল চৌধুরী, বয়সভিত্তিক টুর্নামেন্ট: আসিফ আকবর, গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল ও রাহাত শামস, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট: শানিয়ান তানিম, মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল: সাখাওয়াত হোসেন, মেডিক্যাল কমিটি: মনজুর আলম, টেন্ডার অ্যান্ড পারচেজ: আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস চেয়ারম্যান), মিডিয়া: আমজাদ হোসেন, অডিট: মুখলেছুর রহমান খান, উইমেন্স উইং: আব্দুর রাজ্জাক, লজিস্টিকস অ্যান্ড প্রটোকল: ইয়াসির মোহাম্মদ ফয়সাল, সিকিউরিটি কমিটি: মেহেরাব আলম চৌধুরী, সিসিডিএম: আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়জুর রহমান (ভাইস চেয়ারম্যান),ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি: জুলফিকুর আলী খান, বাংলাদেশ টাইগার্স: রাহাত শামস, ওয়েলফেয়ার কমিটি: মোকছেদুল কামাল
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো
উল্লেখ্য, সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। ২৩ জন পরিচালক নির্বাচিত হন এবং আরও দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে যোগ দেন। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমিনুল ইসলাম বুলবুলকে বিজয়ী ঘোষণা করা হয়। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।