৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে দিপু ভূঁইয়ার জনসভায় জনতার ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসভা করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার বিকালে দাউদপুর ইউনিয়নের বেলদী এতিমখানা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সম্পত্তি না লিখে দেওয়ায় কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ফ্রিজে লুকানো
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, অ্যাডভোকেট গোলজার হোসেন, মামুন মিয়া, শিপলু জাহানসহ অনেকে।
আরও পড়ুন: ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে দিপু ভূইয়ার জনসভা
এ সময় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার বক্তব্যে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী হয়ে উঠেছে। বিগত ১৭ বছরের আওয়ামী লীগের জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলামী পিআর-পদ্ধতির নির্বাচনের দাবিতে বিলম্বের পাঁয়তারা করছে। এ দেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না। তবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসবে।”
তিনি যোগ করেন, “দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তারেক রহমান ৩১ দফার সঙ্গে অতিরিক্ত আরও তিনটি বিষয় — ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফারমার্স কার্ড — যুক্ত করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিককে ধাপে ধাপে এসব সুবিধার আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এ ভঙ্গুর অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে।”