পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না মেরে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের প্রস্তুতি নিন

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। আমরা দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব।
আরও পড়ুন: ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
রাজবাড়ীর অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি সত্ত্বেও কেন মব ঠেকানো গেল না—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, আমরা ব্যর্থ হইনি। যারা এসব ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের আরও ধৈর্যশীল হতে হবে।
আরও পড়ুন: ইসলামী ভাবধারা থেকে যেভাবে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়েছিলেন বদরুদ্দীন উমর
তিনি আরও বলেন, জনগণ যখন নির্বাচনের দিকে যাবে, তখন কাউকে বাধা দেওয়ার সুযোগ থাকবে না। ভোটাররা বাধাহীনভাবে কেন্দ্রে পৌঁছাতে পারবেন বলে আশ্বাস দেন তিনি।