স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসায়

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন এবং আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আবারও সিঙ্গাপুরে গেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আরবান হেলথ কেয়ার প্রকল্পের আওতায় মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে কারও বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয়। অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। আগে আমরা একটি দেশের ওপর চিকিৎসার জন্য অতিরিক্ত নির্ভরশীল ছিলাম। এখন চীনের সহযোগিতায় দেশে উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। এটি একটি বড় সমস্যা। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যেও জনবলের সংকট দেখা যায়। এজন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি
চিকিৎসক সংকট নিরসন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, প্রান্তিক অঞ্চলে চিকিৎসক পাঠাতে সমস্যা হচ্ছে, কারণ অনেকেই সুবিধা-অসুবিধার কারণে সেখানে যেতে চান না। এ বিষয়ে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।
ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণেও সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, “এটি একটি বহুমুখী পদক্ষেপের বিষয়। জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানাচ্ছি।”