জাতীয় নির্বাচনের দিনই ‘জুলাই সনদ নিয়ে গণভোট’ হতে পারে: সালাহউদ্দিন আহমদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের দিনই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে গণভোট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জনরায়ই হবে চূড়ান্ত। আগামী সংসদকে গণভোটের রায় মানতে বাধ্য থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মোটামুটি একমত হয়েছি। এখন ফাইনাল স্টেজে আছি।”

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য একটি অধ্যাদেশ (Ordinance) জারি করা যেতে পারে।

এ সময় তিনি আরও বলেন, “যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকবে।”

সালাহউদ্দিন আহমদ জানান, দলটি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে সরে এসেছে।

তিনি বলেন, “আমরা এখন জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং তারপরে গণভোটের পক্ষে।”