পেকুয়ায় নৌবাহিনীর ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৩২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় সোমবার (১৩ অক্টোবর ২০২৫) থেকে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গণে এই ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করছেন। অংশগ্রহণকারীদের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা করা হচ্ছে এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্য নৌবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে।

স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন সেবা প্রদান করা হবে। সেবা গ্রহীতারা নৌবাহিনীর আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রতি সন্তুষ্টি ও প্রশংসা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

চিকিৎসা নিতে আসা উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।