জাতির আত্মমর্যাদা ও প্রতিরোধের প্রতীক শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে ৭ অক্টোবর দিনটিকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে। রোববার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ আবরার ফাহাদ এক অনন্য নাম। ২০১৯ সালের ৭ অক্টোবর অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মতপ্রকাশের কারণে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন তিনি।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে পুলিশের ব্যারিকেড
বিবৃতিতে আরও বলা হয়, আবরার ফাহাদের আত্মত্যাগ গোটা জাতিকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্যাম্পাসে পুনরায় ছাত্রনির্যাতন ও হত্যার যে সংস্কৃতি শুরু হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবেই আবির্ভূত হন শহীদ আবরার।
সাদিক কায়েম বলেন, “বিরোধী মতাদর্শ ধারণ করলেই হত্যার বৈধতা প্রতিষ্ঠার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, আবরারের আত্মত্যাগ সেই অন্যায়ের বিরুদ্ধে জাতিকে নতুন করে জাগিয়ে তোলে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এ লড়াই নতুন মাত্রা পায় ২০২৪ সালের জুলাই বিপ্লবে, যেখানে শহীদ আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হান, তাহির, রিয়া গোপ ও নাসিমসহ অনেকে আত্মোৎসর্গ করেন।”
আরও পড়ুন: রাজধানীতে ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল, দাবি করছেন আজীবন ভাতা
তিনি দেশবাসী ও ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা আবরার ফাহাদের চেতনায় উজ্জীবিত হয়ে আধিপত্যবাদবিরোধী চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলি। যেন প্রতিটি নাগরিক হয়ে ওঠে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।”
ডাকসুর পক্ষ থেকে দিনটিতে দেশব্যাপী আলোচনা, সভা, প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে জাতিকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতির শেষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।