এটাই জীবনের শেষ সুযোগ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:২৩ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এটাই জীবনের শেষ সুযোগ। জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপে এ কথা বলেন তিনি। সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

সিইসি বলেন, দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জানেন নির্বাচনে কোথায় কোথায় সমস্যা হয়, কোথায় গ্যাপ থাকে। আপনাদের সুচিন্তিত মতামতগুলো বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি আরও জানান, প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ তৈরি করা হচ্ছে। এজন্য আইটি-সাপোর্টেড ও হাইব্রিড পদ্ধতি উদ্ভাবনের কাজ চলছে।

সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় দেখা গেছে, নারী-পুরুষ ভোটারের পার্থক্য ছিল ৩০ লাখ, সেটি কমিয়ে আনা সম্ভব হয়েছে। প্রত্যন্ত অঞ্চলেও ভোটারদের আগ্রহ বেড়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারসহ নতুন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন নাসির উদ্দিন। তিনি বলেন, এবিউজ অব এআই, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি। আমার বয়স ৭৩ বছর—আর কিছু চাওয়ার নেই। এখন শুধু জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

সংলাপে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, মো. নূরুজ্জামান তালুকদার, মিহির সরওয়ার মোর্শেদ, শাহ আলম, মো. শাহেদুন্নবী চৌধুরী, মাহফুজা আক্তার, ফেমার প্রেসিডেন্ট মুনিরা খানসহ আরও অনেকে।