এনডিপি’তে যোগ দিলেন শতাধিক দেশপ্রেমিক নাগরিক ও নেতাকর্মী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশপ্রেমিক ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সচেতন নাগরিকদের মধ্যে শতাধিক মানুষ আজ আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-তে যোগদান করেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বরিশাল জেলা থেকে আগত ৪০ জন নেতাকর্মী ও নাগরিক এই দলে নতুনভাবে যুক্ত হয়েছেন, যা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

এই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—শামীমা মিলন, মহিলা বিষয়ক সম্পাদিকা (ঢাকা উত্তর), মিথিলা মিলন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা, দেবাশীষ রায়, হিন্দু বিষয়ক সভাপতি।

সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা মিথিলা মিলন বলেন, “ইনশাআল্লাহ নতুনভাবে বাংলাদেশ গড়বো, সবাই সাথে থাকবেন পাশে থাকবেন।”

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুপুরে, তফসিল ঘোষণা যেকোনো সময়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহের পাটোয়ারী। তিনি বলেন, এই যোগদান প্রমাণ করে—দেশের মানুষ গণতন্ত্র, মানবিকতা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এনডিপি সেই পরিবর্তনের প্ল্যাটফর্ম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম মেম্বার মতিউর রহমান পাটোয়ারী, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ জুয়েল রানা এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনডিপি সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও জেলা ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ চালানো হবে। বরিশালসহ অন্যান্য জেলার নতুন সদস্যদের নিয়ে দলটি মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে প্রস্তুত।