মেট্রোরেলের চলাচলের সময় বাড়ছে, ট্রিপও বাড়বে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে সকালে আধাঘণ্টা আগে এবং রাতে আধাঘণ্টা পরে পর্যন্ত মেট্রোরেল চলবে।

এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে ট্রিপের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করছে সংস্থাটি। ট্রিপ বাড়লে প্রতিটি ট্রেনের মধ্যে বিরতি বা ‘হেডওয়ে’ অন্তত দুই মিনিট কমে যাবে।

আরও পড়ুন: শাহবাগে অবস্থান নিলেন এমপিওভুক্ত শিক্ষকরা, যানচলাচল বন্ধ

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেলের সময় ও ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত গত মাসেই নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলক চলাচল শুরু হয়। পরবর্তীতে এক বৈঠকে প্রথমে বাড়তি এক ঘণ্টা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। নতুন সময়সূচিতে ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: দুই পুলিশ সুপারকে দুদকের পরিচালক নিয়োগ

শেষ ট্রেন এখন ছাড়ে রাত ৯টায়, যা বাড়িয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত করা হচ্ছে।

মতিঝিল থেকে প্রথম ট্রেন এখন ছাড়ে সকাল সাড়ে ৭টায়, নতুন সূচিতে ছাড়বে সকাল ৭টায়।

শেষ ট্রেন এখন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে, নতুন সূচিতে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারের চলাচল সময়েও পরিবর্তন আসছে। এখন বেলা ৩টা থেকে চলাচল শুরু হলেও নতুন সূচিতে বেলা আড়াইটায় শুরু হবে এবং রাতে আধাঘণ্টা বেশি চলবে।

বর্তমানে মেট্রোরেলে দিনে গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ডিএমটিসিএল।

এখন প্রতিদিন ১২ সেট ট্রেন যাত্রী নিয়ে চলাচল করছে। ট্রিপ বাড়ালে ১৯ সেট ট্রেন ব্যবহার করা হবে। ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিটে, অফ-পিক আওয়ারে ৮ মিনিটে এবং সুপার অফ-পিক আওয়ারে ১০ মিনিট অন্তর ট্রেন আসে। নতুন ব্যবস্থায় এই ব্যবধান আরও কমবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে আমরা মেট্রোরেলের সেবা বাড়াচ্ছি। বাড়তি সময়ের সঙ্গে সঙ্গে ট্রিপও বাড়ানোর কাজ চলছে। আগামী মাসের মাঝামাঝিতে নতুন সূচিতে ট্রিপ বৃদ্ধি সম্ভব হবে বলে আশা করছি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পরবর্তীতে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয় এবং ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হয়। বর্তমানে মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে কমলাপুর পর্যন্ত।