জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে
আগামীকাল (শুক্রবার) ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান।
জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে বিকেল ৪টায় শুরু হবে এই আনুষ্ঠানিকতা।
আরও পড়ুন: নির্বাচন ঘিরে আনসার-ভিডিপিতে ব্যাপক রদবদল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অনুষ্ঠানে কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন: ৩৯ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি রদবদল
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কমিশনের একটি প্রতিনিধি দল বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন।
শায়রুল কবির খান আরও বলেন, “ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।”
উল্লেখ্য, ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ নতুন বাংলাদেশ গঠনের একটি নীতিনির্ধারণী দলিল হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থার নতুন রূপরেখা দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।





