পুলিশের পিটুনিতে আহত ১০ জুলাইযোদ্ধা ঢামেকে ভর্তি

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ১০ জুলাইযোদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।
আহত আতিকুল গাজী জানান, “আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের প্রতিবাদ জানাতে আমরা মানিক মিয়া এভিনিউতে এসেছিলাম। পুলিশ আমাদের সরাতে লাঠিচার্জ চালায়। এলোপাতাড়ি লাঠির আঘাতে আমরা আহত হই।” তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে তার ডান হাত গুলিবিদ্ধ হয়েছিল, পরে অস্ত্রোপচার করে হাতটি কেটে ফেলা হয়েছিল এবং ব্র্যাক থেকে কৃত্রিম হাত দেওয়া হয়েছিল। আজকের ঘটনায় সেই কৃত্রিম হাতও ভেঙে যায়।
আরও পড়ুন: জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও ২৫টি রাজনৈতিক দলের নেতা
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। তিনি আরও জানান, আহতদের সংখ্যা ধাপে ধাপে আরও বাড়তে পারে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ৫ শতাধিক আন্দোলনকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে প্রতিবাদ জানায়। আন্দোলনকারীদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেওয়া হয়নি এবং স্বীকৃতি না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন কীভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান ড. ইউনূসের