শাপলা প্রতীক আইনসঙ্গত নয়, তাই দেওয়া যাচ্ছে না: নির্বাচন কমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাংবিধানিক বিধান ও প্রচলিত প্রতীক বরাদ্দ নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত নয় এমন কোনো প্রতীক কোন দলকে দেওয়া সম্ভব নয়। তাই নির্বাচনী বিধিতে শাপলা না থাকায় তা বরাদ্দ দেয়া হয়নি।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: পাঁচ শতাংশ বাড়ি ভাড়া প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

তিনি বলেন, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। সংবিধান ও বিধিমালায় যে তালিকা অনুমোদিত রয়েছে, কমিশন তার বাইরে গিয়ে কোনো প্রতীক বরাদ্দ করতে পারে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ চলে না, সবকিছুই আইনের সীমানায়।

ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ পরিকল্পনা মতো এগোচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি”—মন্তব্য করে তিনি জানান, রমজানের আগেই ভোটগ্রহণের লক্ষ্যে কমিশন বর্তমানে মাঠপর্যায়ের সমন্বয়ে জোর দিচ্ছে।

আরও পড়ুন: ইসিকে নিয়ন্ত্রণের ‘রিমোট অন্য কারও হাতে’: হাসনাত আবদুল্লাহ

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন দায়িত্বে কারও বিরুদ্ধে পূর্বের সময়ে পক্ষপাতিত্ব বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলে তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হবে।

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির দাবি সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের পদ্ধতি নির্ধারণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়—এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো অবস্থান প্রকাশ করার এখতিয়ার নেই।

এ সময় সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।