ইউএনওদের প্রতি সিইসির কঠোর নির্দেশনা
আইনের বাইরে কোনো চাপ মানা যাবে না: সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রতি আইন মেনে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো চাপ ও প্রভাব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে—কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় দিন: প্রধান উপদেষ্টা
সিইসি বলেন, যে জাতি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জাতি ততটাই সভ্য। তাই শুধু ‘রুল অব ল’ নয়, আমাদের আইনের প্রতি আনুগত্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। নির্বাচনকালে যার যে দায়িত্ব পড়বে, তা নিরপেক্ষভাবে, আইনসম্মতভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।
উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের তিনি স্মরণ করিয়ে দেন যে নির্বাচনী ব্যবস্থাপনা সফল করতে সমন্বয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার ভূমিকায় আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং ও পোলিং অফিসার—সবার সঙ্গে কার্যকর সমন্বয় করতে হবে। উপজেলা পর্যায়ে এই নেতৃত্বের দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়।
সিইসি আরও বলেন, আপনারা কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে মাথা নত করবেন না। নির্বাচন কমিশনও অন্যায় নির্দেশ দেবে না এবং কাউকেই অবৈধ প্রভাব খাটাতে দেয়া হবে না।
কোনো পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি হলে তা তাৎক্ষণিকভাবে মোকাবিলার নির্দেশনা দিয়ে সিইসি বলেন, ক্রাইসিস হলে শুরুতেই তা এড্রেস করতে হবে। ঘটনার পর নয়—ঘটনার আগে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মানসিকতা রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, প্রশিক্ষণ চলমান প্রক্রিয়া—ক্যারিয়ারজুড়ে এটি অব্যাহত থাকে। আরপিও সংশোধনের পর ম্যানুয়াল হালনাগাদ হলে প্রাসঙ্গিক সংযোজন করা হবে বলেও জানান তিনি। সিইসি বলেন, প্রশিক্ষণে কোনো ঘাটতি থাকলে অনলাইনভিত্তিক লার্নিংয়ের মাধ্যমে তা পূরণ করা হবে।