ঢাকা–সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি দিয়ে যাওয়া ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদর দপ্তর থেকে দ্রুত ওয়ারলেস বার্তা পাঠানো হয় তেলিয়াপাড়া বিওপিতে। পরে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর–তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।
আরও পড়ুন: কমলনগরে হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ ১৯ লাখ টাকার মালামাল লুট
এলাকাবাসীর সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরবর্তীতে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।
বিজিবি জানায়, সীমান্তসংলগ্ন প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে এবং তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: পরিবারে এমএ পাশ করে বোঝা না হয়ে মেট্রিক পাশে উদ্যোক্তা হওয়া উত্তম: বাউবি উপাচার্য