কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪৭ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। ছবিঃ সংগৃহীত
কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে পৌর শহরের রাবেয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

তিনি বলেন, টাইফয়েড রোগ থেকে নিরাময়ের জন্য সরকার শিশুদের সুরক্ষায় মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছে। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি অভিভাবকদের তাদের শিশুদের বিনামূল্যে এ টিকা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম প্রমুখ।