বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এছাড়া চলতি অক্টোবর মাসে আরও দুটি লঘুচাপ তৈরি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরও শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। ওই দিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে ২৯ মিলিমিটার, এরপর বান্দরবানে ২৪ মিলিমিটার এবং ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু বিদায় নিলেও স্থানীয়ভাবে সৃষ্টি হওয়া মেঘ থেকেই অনেক সময় বৃষ্টি হয়। শুক্রবার রাজধানীসহ বিভিন্ন স্থানে যে বৃষ্টি হয়েছে, তা স্থানীয় ঘূর্ণিবায়ুর আবর্তন ও জলীয় বাষ্পের মিশ্রণে সৃষ্ট মেঘের ফল। আগামী ২৪ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, অক্টোবর মাসে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ইতোমধ্যে মাসের শুরুতে হয়েছে। বাকি দুটি লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সতর্ক করে বলেন, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসন্ন লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না। তবে এটি ঘনীভূত হবে, এমন সম্ভাবনা প্রবল। সাগরে নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।