‘এনসিপির সনদে স্বাক্ষর না করায় বড় প্রভাব পড়বে না’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল ‘জুলাই সনদে’ স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না। এনসিপি-সহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি বড় কোনো ইস্যু নয়। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করছি, এনসিপিসহ অন্যান্য দলও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।”
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন, জানালেন মির্জা ফখরুল
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা ও সংযম বজায় রাখতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির স্বার্থে এটি এখন সবচেয়ে জরুরি।”
উল্লেখ্য, সম্প্রতি ২৫টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারমূলক পদক্ষেপের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের