যে ৪২ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার প্রোগ্রাম (VWP) বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সংক্ষিপ্ত সফর, ব্যবসা বা পর্যটন ভ্রমণকে সহজ করবে। এই প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থী বা ভ্রমণকারীরা ভিসা ছাড়াই সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।

প্রোগ্রামের আওতায় মোট ৪২টি দেশ অন্তর্ভুক্ত। এর মধ্যে ইউরোপ, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ রয়েছে।

আরও পড়ুন: বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি, সাময়িক বন্ধ ঘোষণা

অংশগ্রহণকারী দেশসমূহ

ইউরোপ: অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, রোমানিয়া, সুইডেন, মোনাকো।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ: আন্দোলনে লাখো মানুষ রাস্তায়

এশিয়া-প্যাসিফিক: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, জাপান।

মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকা: তাইওয়ান, ইসরায়েল, কাতার, চিলি।

প্রোগ্রামের মূল শর্তসমূহ

* আবেদনকারীর ইলেকট্রনিক পাসপোর্ট (e-Passport) থাকতে হবে, যা এম্বেডেড চিপ সমন্বিত।

* অনুমোদন পাওয়া গেলে ২ বছর পর্যন্ত বৈধ হবে।

* সফর সর্বোচ্চ ৯০ দিনের জন্য সীমিত।

* কাজ, পড়াশোনা বা স্থায়ী অবস্থানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এই প্রোগ্রাম প্রযোজ্য নয়।

* অপরাধমূলক ইতিহাস বা নিষিদ্ধ দেশে ভ্রমণের রেকর্ড থাকলে প্রোগ্রামের আওতায় আসা যাবে না।

* ২০১১ সালের পর ইরান, উত্তর কোরিয়া বা অন্য নিষিদ্ধ দেশে ভ্রমণকারীরা** অযোগ্য হিসেবে গণ্য হবেন।

অ্যামেরিকার ভিসা প্রোটোকল লঙ্ঘনকারী যাত্রীরা এই সুবিধা পাবেন না।

আবেদন প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী ভ্রমণকারীরা অনলাইনে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ESTA)-র মাধ্যমে নিবন্ধন করবেন। অনুমোদন পাওয়া গেলে দ্রুত এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সম্ভব হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সকল যাত্রীকে যাচাই-বাছাই করা হবে। এটি শুধুমাত্র সংক্ষিপ্ত সফর, ব্যবসা বা পর্যটনের জন্য কার্যকর এবং প্রোগ্রামটি কাজ বা পড়াশোনার উদ্দেশ্যে প্রয়োগযোগ্য নয়।