মধ্যস্থতায় কাতার ও তুরস্ক

পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা শেষে যুদ্ধবিরতিতে সম্মত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তান দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনার পর তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকের পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার সকালে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, উভয় দেশ যুদ্ধবিরতি বজায় রাখার জন্য নিয়মিত ফলো-আপ বৈঠক করবে এবং যুদ্ধবিরতির বাস্তবায়ন বিশ্বস্ত ও টেকসইভাবে পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: যে ৪২ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন

গত এক সপ্তাহের ভয়াবহ সীমান্ত সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, এতে ডজনখানেক নিহত ও শতাধিক আহত হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, প্রতিশ্রুতি অনুযায়ী দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ: আন্দোলনে লাখো মানুষ রাস্তায়

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আলোচনায় অংশ নেন। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনার মূল লক্ষ্য ছিল সীমান্তবর্তী সন্ত্রাসবাদ বন্ধ করা এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

সম্প্রতি ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে পাকিস্তানি বিমান হামলা এবং স্থলযুদ্ধ শুরু হয়, যখন ইসলামাবাদ দাবি করে যে আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তান নিজস্ব রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য ছড়াচ্ছে এবং আফগানিস্তানের ভেতরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।

গত শুক্রবার এক আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত ও ১৩ জন আহত হন। এরপর পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, আফগান সরকারকে অবশ্যই তাদের প্রক্সি সন্ত্রাসীদের দমন করতে হবে, যারা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।

অন্যদিকে, আফগান সরকার দাবি করেছে, যুদ্ধবিরতি চলাকালেও পাকিস্তান বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে। তারা জানায়, শান্তি আলোচনা চলার প্রতি সম্মান জানিয়ে আফগান যোদ্ধাদের পাল্টা হামলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে আফগানিস্তান আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। আফগান ক্রিকেট বোর্ড জানায়, পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটার নিহত হয়েছেন।

পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী আত্তাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দাবি করেন, পাকিস্তান শুধুমাত্র যাচাই করা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের নয়। তিনি জানান, যুদ্ধবিরতির সময়ও একাধিক সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে, যদিও এই সংখ্যার স্বতন্ত্র কোনো যাচাই পাওয়া যায়নি।