যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ: আন্দোলনে লাখো মানুষ রাস্তায়

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামে পরিচিত এই আন্দোলনে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, শিকাগো ও মায়ামিসহ বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার এই তথ্য জানিয়েছে।

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সকাল থেকেই হাজারো মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা হাতে পোস্টার ধারণ করেছিল, যার মধ্যে লেখা ছিল ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ এবং ‘সংবিধান ঐচ্ছিক নয়’। স্থানীয় পুলিশ জানায়, শহরে এক লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন: পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা শেষে যুদ্ধবিরতিতে সম্মত

আয়োজকরা জানিয়েছেন, বিক্ষোভের মূল নীতি অহিংসা এবং সম্ভাব্য সংঘাত এড়ানো। বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন যে এতে বামপন্থি ‘অ্যান্টিফা’ যুক্ত, এমনকি হেইট আমেরিকা র‍্যালি আখ্যা দেন।

‘নো কিংস’ আন্দোলনের অংশগ্রহণকারী লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী প্রবণতা আমাকে উদ্বিগ্ন করেছে। এত মানুষের সঙ্গে এখানে থাকতে পেরে ভালো লাগছে।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ পরিবর্তন ও ভেঙে দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং বৈদেশিক শুল্ক আরোপ করেছেন। সমালোচকরা বলেন, এসব পদক্ষেপ সংবিধানবিরোধী এবং গণতন্ত্রের জন্য হুমকি, যদিও ট্রাম্প দাবি করেন, এগুলো দেশের পুনর্গঠনের জন্য জরুরি।