শাপলার বিকল্প বেছে না নিলে ইসির পছন্দের প্রতীক পাবে এনসিপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৯ অক্টোবরের মধ্যে শাপলা প্রতীকের’ বিকল্প প্রতীক বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ হাইকোর্টের সামনে পুলিশি ব্যারিকেড

ইসি সচিব বলেন, এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে কিছু ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলার বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।

তিনি আরও বলেন, যেহেতু নির্বাচন বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগও নেই। যদি তারা নতুন প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক নির্ধারণ করে দেব। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক প্রস্তাব না দেয়, তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: ফেসবুকে ব্যক্তিগত তথ্য বিক্রি: সংঘবদ্ধ চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি

এ সময় ইসি সচিব জানান, স্থানীয় পর্যবেক্ষক নিয়ে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন। পাশাপাশি নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।