বঙ্গোপসাগরে আরও দুটি লঘুচাপের সম্ভাবনা, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলেও বঙ্গোপসাগরে এ মাসে আরও দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, আর তেমনটা হলে ঘূর্ণিঝড়ের শঙ্কাও রয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক পূর্বাভাসে জানান, আগামী ২১ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি পরবর্তী সময়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
আরও পড়ুন: নতুন লঘুচাপের ইঙ্গিত, টানা ৫ দিন বৃষ্টিপাতের আভাস
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল (২০ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দিনগুলোতেও একই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সোমবার (২০ অক্টোবর) ও মঙ্গলবার (২১ অক্টোবর): সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বুধবার (২২ অক্টোবর): চট্টগ্রাম অঞ্চলে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
এ ছাড়া, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে। তবে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে নিম্নচাপ সৃষ্টির লক্ষণ দেখা না গেলে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা বলা এখনই সম্ভব নয়।