সময় বাড়ল মেট্রো চলাচলের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যাত্রীচাপ সামাল দিতে ঢাকা মেট্রোরেলের চলাচলের সময়সূচি বাড়ানো হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। আগে এই ট্রেনটি ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। অন্যদিকে রাতে মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের মতো বিকেল ৩টার বদলে এখন থেকে শুক্রবার বিকেল আড়াইটায় (২টা ৩০ মিনিটে) মেট্রোরেল চলাচল শুরু হবে। সরেজমিনে দেখা গেছে, সকালে প্রথম ট্রেনে যাত্রী তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। সময় বাড়ানোয় অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ, রিকশা নিয়ন্ত্রণ ও নতুন রুট চালুর উদ্যোগ

বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে প্রায় ৪ লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। যাত্রীরা শুধু সময় নয়, ট্রিপ সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হবে বলে জানায় সংস্থাটি।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু