বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি, সাময়িক বন্ধ ঘোষণা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে। ফরাসি সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি জানিয়েছেন, ডাকাতির ঘটনায় লুভর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি এক্স (পূর্বে টুইটার) পোস্টে বলেন, ব্যতিক্রমী কারণে আজকের দিনের জন্য লুভর বন্ধ থাকবে। মন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন, পুলিশ বর্তমানে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

এখনও স্পষ্ট নয়, ডাকাতরা জাদুঘর থেকে ঠিক কী নিয়ে গেছে। তবে স্থানীয় ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিছু মূল্যবান গয়না চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: যে ৪২ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন

উল্লেখ্য, লুভর জাদুঘর বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘরগুলোর একটি, যেখানে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির মোনা লিসাসহ অসংখ্য বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। ঘটনার পর জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।