আমার বক্তব্য আংশিক কাট করে প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে দেওয়া নিজের বক্তব্য আংশিক কাট করে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তার বক্তব্য বিকৃত করা হয়নি, তবে আংশিকভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমার একটি বক্তব্য নিয়ে গতকাল একটি রাজনৈতিক দলের (এনসিপি) পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তারা আমাকে ক্ষমা চাইতে বলেছেন—আমি তাদের বক্তব্যকে সম্মান করি। গণতান্ত্রিক চর্চা এমনই হওয়া উচিত।

আরও পড়ুন: সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া: সারজিস আলম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানপূর্ব সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গে ও ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছিল। তাদের যৌক্তিক দাবি পূরণের বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি। ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজও বিষয়টি সঠিকভাবে সমাধান করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়।”

তিনি আরও বলেন, যেসব বিশৃঙ্খলা ঘটেছে, সেগুলো তদন্তাধীন। খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ওই ঘটনায় যুক্ত ছিল—যারা ফ্যাসিস্ট সরকারের সমর্থিত বাহিনীর অংশ বলে আমি মনে করি। প্রকৃত জুলাই যোদ্ধারা এতে জড়িত নয়। আমি আমার বক্তব্যে স্পষ্ট করে বলেছি—কোনো জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা সংগঠন ওই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকতে পারে না। বরং আমি তাদের সম্মান রক্ষা করার চেষ্টা করেছি।

আরও পড়ুন: পিআর ইস্যুকে জামায়াত দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: নাহিদ

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়। কেউ তো বলেনি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পিআর দাবিতে কিছু দল আন্দোলন করছে—এটাই গণতান্ত্রিক চর্চা, যার জন্য আমরা জীবন দিয়েছি।”

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ঘটনাগুলো তদন্তাধীন। সরকার তদন্ত টিম করেছে—তাদের প্রতিবেদন না আসা পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে আমার মনে হয়, কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা। হয়তো একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে।