শিশুদের রচনা, প্রযুক্তি ও খেলাধুলা প্রতিযোগিতায় আনতে হবে: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য সরকারের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের আনন্দের মধ্যে নিজেদের প্রতিভা আবিষ্কারের সুযোগ দিতে হবে। তাদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের “নতুন কুঁড়ি” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‌্যাবে গণবদলি

মুহাম্মদ ইউনূস বলেন, “শিশু-কিশোররা শুধু গান, নাচ বা বাদ্যযন্ত্র বাজাতেই সীমাবদ্ধ থাকবে কেন? তারা রচনা, প্রযুক্তি, এমনকি উদ্যোক্তা প্রতিযোগিতাতেও অংশ নিতে পারে। আনন্দের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”

তিনি বলেন, “প্রত্যেক শিশুর মধ্যেই এক বা একাধিক প্রতিভা আছে। আমরা যদি শুধু এক মাপকাঠিতে মাপি, অনেকেই বাদ পড়বে। কিন্তু বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করলে দেখা যাবে, প্রত্যেকে কোনো না কোনো ক্ষেত্রে এগিয়ে আছে। তাই সবার প্রতিভাকে বিকশিত করার সুযোগ দিতে হবে।”

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

প্রধান উপদেষ্টা বলেন, “আমি কেমন বাংলাদেশ দেখতে চাই—এ নিয়ে রচনা প্রতিযোগিতা হতে পারে। প্রযুক্তি, খেলাধুলা, উদ্যোক্তা, এমনকি ফ্যাশন ও খাবার তৈরির ক্ষেত্রেও প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে এসব প্রতিযোগিতায় যুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের শিশু-কিশোররা শুধু দেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেরা হতে পারবে। তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তারা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দুই বিভাগের দুই বিজয়ীর হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।