জলবায়ু সমাধানে যুবদের নেতৃত্বই ভবিষ্যৎ: উপদেষ্টা ফরিদা আখতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলায় মুনাফাকেন্দ্রিক অর্থনীতি নয়, বরং যুবদের নেতৃত্বে ন্যায্যতার ভিত্তিতে সমাধানের পথ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “আমরা এমন এক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছি যা প্রকৃতিকে ধ্বংস করছে, পরিবেশকে বিপদে ফেলছে এবং আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।”

শনিবার বিকালে (১৫ নভেম্বর), বাংলাদেশ সময় রবিবার (১৬ নভেম্বর) ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নের এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘দ্য রোল অফ ইউথ, গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল বিজনেস ইন ক্লাইমেট সলিউশনস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউনূস সোশ্যাল বিজনেস ব্রাজিল।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

নোবেল শান্তি বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের দর্শনের কথা উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “আজকের বিশ্বকে শূন্য বর্জ্য, শূন্য কার্বন এবং দায়িত্বশীল সম্পদ ব্যবহারের দিকে এগোতে হবে। তরুণদের এমন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে যেখানে ব্যক্তিগত মুনাফা নয়, বরং যৌথ দায়িত্ববোধই হবে মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা কেবল তত্ত্ব নয়, বাস্তব সমাধান। “এই ব্যবসায় মুনাফা ব্যক্তি নয়, বরং সমাজে ফিরে যায়। জলবায়ু সংকট মোকাবিলায় এটি সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে।” তরুণদের শুধু চাকরি খোঁজার জন্য নয়, বরং নিজেরাই কর্মসংস্থান তৈরি করার সক্ষমতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

অনুষ্ঠানে কীনোট স্পিকার ছিলেন নুড (NUDE)-এর চিফ ইমপ্যাক্ট অফিসার মারিয়ানা মালুফে। প্যানেল আলোচনায় অংশ নেন ইউনূস সোশ্যাল বিজনেস ব্রাজিলের সিইও ফ্রান্সিসকো ভিসেন্তে, ক্লাইমেট ভেঞ্চার্স ব্রাজিলের প্রোগ্রাম লিড ডিওনি ম্যানেত্তি, ইনস্তিতুতো ক্লিমা ডি ইলেইসাও-র প্রকল্প সমন্বয়ক সাভিলে আলভেস এবং বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান।

সেশনের সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। ইভেন্টে বাংলাদেশ ও লাতিন আমেরিকার তরুণ জলবায়ু সংগঠক ও উদ্ভাবকরা অংশ নেন।