হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে সোমবার বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা দেয়। ধোঁয়ার কারণে বিমানবন্দর পরিবেশে আতঙ্ক সৃষ্টি হয় এবং সেখানে উপস্থিত বিদেশগামী যাত্রীরা চিন্তিত হয়ে পড়েন।
খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে।”
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা





