‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ভোট মহড়া চলে।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে গণভোটের প্রচারণা পরিচালনা করবে। এই প্রচারণায় তথ্যসংস্কৃতি মন্ত্রণালয়কেও দায়িত্ব দেওয়া হয়েছে

আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনার সম্ভাবনা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে ভোটকক্ষ সংখ্যা বৃদ্ধি, জনবল নিয়োগ এবং সমন্বয়সহ প্রয়োজনীয় পরিবর্তন মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।