খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আজ এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সন্ধ্যা ৭:০৭ মিনিটে মহাসচিব প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদার। বর্তমানে প্রধান উপদেষ্টা চেয়ারম্যানের পাশে অবস্থান করছেন।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম অংশগ্রহণ করছেন। দলের নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিল। চিকিৎসক দলটি প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তারা স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির মাত্রা, অর্গান সাপোর্ট ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বর্তমানে খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। বিশেষজ্ঞরা স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার অগ্রগতির মূল্যায়ন করবেন।
আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।





